চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৭৮ দশমিক ২৯ শতাংশ; যা গতবারের তুলনায় প্রায় ১০ শতাংশ পয়েন্ট কম।

শুক্রবার চট্টগ্রাম শিক্ষাবোর্ড ভবনে পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ এ বছরের পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।

গতবছর এ বোর্ডে পাসের হার ছিল ৮৭ দশমিক ৫৩ শতাংশ। পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গতবারের ১৮ হাজার ৬৬৪ জন থেকে কমে এবার ১১ হাজার ৪৫০ জন হয়েছে।

সর্বোচ্চ জিপিএ পাওয়া এই শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৪ জন ছাত্র এবং ৬ হাজার ৪৪৬ জন ছাত্রী।

এবার ছাত্রদের পাসের হার ৭৭ দশমিক ৭৫ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৭৮ দশমিক ৭২ শতাংশ। অর্থাৎ, পাসের হার ও জিপিএ-৫, দুই দিক দিয়েই মেয়েরা এগিয়ে।

বিজ্ঞান বিভাগে সবচেয়ে বেশি ৯৩ দশমিক ৮৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এছাড়া মানবিক বিভাগে পাসের হার ৬৫ দশমিক ৪১ শতাংশ; ব্যবসায় শিক্ষা বিভাগে ৮২ দশমিক ০৬ শতাংশ।

বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮৭১ জন। আর মানবিকে ১৬২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৪১৭ জন জিপিএ-৫ পেয়েছে।

চলতি বছর চট্টগ্রাম মহানগরীর বিদ্যালয়গুলোতে পাসের হার ৮৫ দশমিক ৪৩ শতাংশ, উপজেলায় এ হার ৭৮ দশমিক ১০ শতাংশ।

কক্সবাজার জেলায় পাসের হার ৭৭ দশমিক ২৫ শতাংশ। তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে ৬৭ দশমিক ৯২ শতাংশ, খাগড়াছড়িতে ৬৮ দশমিক ৩৭ শতাংশ এবং বান্দরবানে ৭০ দশমিক ৩০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *