ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন-
সাবেক রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদ চলে গেলেন। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার শেষনিশ্বাস ত্যাগ করেন। সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাঁকে রাষ্ট্রপতি করা হয়। সাহাবুদ্দীন আহমদ আজ শনিবার সকাল ১০টা ২৮ মিনিটে মারা গেছেন। ৯২ বছর বয়সী সাবেক এই রাষ্ট্রপতি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
প্রিয় ও সন্মানিত এই মানুষটি অনেকটা নিরবে চলে গেলেন। আল্লঅহ তাঁকে জান্নাত দান করুন। Channel K Television পরিবারের গভীর শোক ও শ্রদ্ধা-