ঢাকার বংশালে ঢাকা ব্যাংকের ব্রাঞ্চের ভল্ট থেকে চার কোটি টাকা উধাওয়ের ঘটনায় দুজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই ব্রাঞ্চের কর্মকর্তারা জানতে পারেন, ভল্ট থেকে চার কোটি টাকা উধাও হয়েছে।
এ ঘটনায় ব্যাংকের যে দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে, তাঁরা হলেন ব্রাঞ্চের ক্যাশ-ইনচার্জ রিফাজুল হক, ম্যানেজার (অপারেশন) এমরান আহমেদ। গতকালই তাঁদের বংশাল থানা-পুলিশে সোপর্দ করা হয়।
ব্যাংকটির বংশাল শাখার ব্যবস্থাপক আবু বকর এখনই এ নিয়ে বক্তব্য দিতে রাজি হননি।
বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ প্রথম আলোকে বলেন, যেহেতু মামলা হয়নি, তাই ৫৪ ধারায় আটক করে রিফাজুল হক, এমরান আহমেদকে কোর্টে পাঠানো হয়েছে। আর এ ঘটনায় এখনো মামলা না হওয়ায় বিস্তারিত জানানো যায়নি।
পরে পুলিশের লালবাগ বিভাগের উপ কমিশনার জসীম উদ্দিন মোল্লা সাংবাদিকদের বলেন, অভিযোগটি আমলে নিয়ে তদন্ত চলছে। আসামীদের কোর্টে পাঠানো হয়েছে।