মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে জাতিসংঘে ১৭ জন তরুণ নেতার তালিকায় স্থান পেলেন বাংলাদেশি তরুণ প্রযুক্তিবিদ জাহিন রোহান রাজিন। তাঁর বয়স মাত্র ২২ বছর।
জাতিসংঘ জাহিনের মতো ওই ১৭জন তরুণকে বলছে, ‘ইয়াংলিডার্স’ , যাঁরা নিজ নিজ দেশে সংস্থাটি গৃহীত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে ভূমিকা রাখছেন। মোটাদাগে এসডিজি হলো দুনিয়াজুড়ে মানুষের জীবনমান উন্নয়নের একটি উদ্যেগ।যেখানে ২০৩০ সালের মধ্যে টেকসই উপায়ে ক্ষুধা ও দারিদ্র্য নির্মূলকরা, শোভনকাজ, মানুষের অধিকার, পরিবেশ সুরক্ষা ইত্যাদি ১৭টি ক্ষেত্রে দেড় শতাধিক লক্ষ্য অর্জনের কথা বলা হয়েছে।জাতিসংঘ গত শুক্রবার ২০২০ সালের জন্য নির্বাচিত তরুণদের তালিকা প্রকাশ করে। সংস্থাটি বলছে, নিজ নিজ কাজ ও নেতৃত্বের মাধ্যমে যে তরুণেরা এসডিজি অর্জনে ভূমিকা রাখছেন, তাঁদের স্বীকৃতি দিতেই এই আয়োজন।এ বছর ১৭ জনের তালিকায় জাহিন ছাড়াও অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, কলম্বিয়া, যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশের তরুণেরা রয়েছেন। ২০১৬ সাল থেকে ২ বছর পরপর এ তালিকা প্রকাশ করে আসছে জাতিসংঘ।এ নিয়ে তৃতীয়বার তরুণ নেতার তালিকা প্রকাশ করল জাতিসংঘ।জাহিন এই তালিকায় স্থান পাওয়া দ্বিতীয় বাংলাদেশি তরুণ।এর আগে ২০১৬ সালে বাংলাদেশ থেকে সওগাত নাজবিন খান প্রথমে ওই তালিকায় স্থান পান।তিনি ময়মনসিংহে একটি ডিজিটাল স্কুল প্রতিষ্ঠা সহ নানা উদ্যেগের সঙ্গে যুক্ত।
জাহিনকে নিয়ে জাতিসংঘের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যৎ বদলে দেওয়ার স্বপ্ন দেখেন তিনি।জাহিনের কাজ মূলত চারটি।তিনি কৃত্তিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(এআই) ব্যবহার করে পানির গুণাগুণ ও পানিতে থাকা জীবাণু শনাক্তের কৌশল বের করেছেন।এই প্রযুক্তি ব্যবহার করছে ঢাকা ওয়াসা।জাহিন ২০১৯ সালের মাঝামাঝি থেকে ঢাকা ওয়াসার একজন ‘সিস্টেম ইঞ্জিনিয়ারিং’ পরামর্শক হিসেবে কাজ করছেন।