সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে করোনাভাইরাসের রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে ভারতে। দেশটিতে এক দিনে এক লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে গতকাল রোববার, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। আর যুক্তরাষ্ট্রের পর এই প্রথম কোনো দেশে এক লাখের বেশি রোগী এক দিনে শনাক্ত হলো।

সরকারি তথ্যের বরাতে আজ ভারতের গণমাধ্যম জানায়, আগের দিন মোট ১ লাখ ৩ হাজার ৮৪৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই শনাক্ত হয়েছে ৫৭ হাজার ৭৪ জন।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতে এর আগে দিনে সর্বাধিক রোগী শনাক্ত হয়েছিল গত বছরের ১৭ সেপ্টেম্বর, সংখ্যাটি ছিল ৯৮ হাজার ৭৯৫।

কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভারতে গত ফেব্রুয়ারিতেও যখন দৈনিক গড়ে ১১ হাজারের মতো রোগী শনাক্ত হচ্ছিল, এপ্রিলের শুরুতে এসে সেই সংখ্যা কয়েক গুণ বেড়ে ৭৮ হাজার ছাড়িয়েছে।

গত ২৯ মার্চের পর এক সপ্তাহে ভারতে নতুন রোগী বেড়েছে প্রায় সাড়ে পাঁচ লাখ। আর রোগীর সংখ্যা বৃদ্ধি এক সপ্তাহের ব্যবধানে দেড় লাখ বেড়েছে।

ভারতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা এখন ১ কোটি ২৪ লাখ ৮৫ হাজার, যা বিশ্বে তৃতীয় সর্বোচ্চ। সর্বাধিক রোগী এখনো যুক্তরাষ্ট্রে, ৩ কোটি ৭০ লাখ। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্রাজিল রয়েছে ১ কোটি ২৯ লাখ রোগী নিয়ে।

ভারতে এ পর্যন্ত মারা গেছে ১ লাখ ৬৪ হাজার রোগী। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। গত এক সপ্তাহে ২ হাজার ৯৭৪ জনের, যা আগের সপ্তাহের চেয়ে ১ হাজার ৯৯ জন বেশি। চার দিন ধরেই দৈনিক ৪০০–এর বেশি মৃত্যু ঘটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *