নাম তার আব্দুল গনি বারাদার। ডাক নাম মোল্লা বরাদার। বয়স ৫৩ বছর। এই তালেবান কমান্ডার মার্কিন-পাক বাহিনীর অভিযানে পাকিস্থানের করাচীতে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার হন ২০১০ সালের ৮ ফেব্রুয়ারী। গ্রেপ্তারের পর তাকে হাত কড়া পরিয়ে এভাবেই নেয়া হয় আদালতে। মার্কিন অনুরোধেই পাকিস্থান তাকে আবার মুক্তি দেয় ২০১৮ সালের ২৫ অক্টোবর। উদ্দেশ্য, কাতারে অনুষ্ঠিত আফগান শান্তি আলোচনায় তার অংশগ্রহণ।
মাত্র ১০ বছরের ব্যবধান। সেই মোল্লা বরাদার এখন আফগানিস্থানে সবচে প্রভাবশালী ব্যক্তি। সম্ভবত: তিনিই হতে যাচ্ছেন তালেবান সাম্রাজ্যের ভাবি প্রধান।