মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড ভাঙলেন জো বাইডেন। এত ভোট এর আগে কোনও প্রেসিডেন্ট পদপ্রার্থী কখনও পাননি। এর আগে ২০০৮ সালে বারাক ওবামা সর্বোচ্চ ভোট পাওয়ার রেকর্ড করেছিলেন। এবার ওবামার ভোটের থেকেও বেশি ভোট পেলেন জো বাইডেন।

এটা স্পষ্ট হলো যে, সেদেশের মানুষ জো বাইডেনকেই বেশি পছন্দ করেন। কিন্তু তা বলেই যে বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে বসতে পারবেন, তার কোনও নিশ্চয়তা এখন পর্যন্ত নেই।

কারণ, সেদেশে ইলেক্টরাল কলেজের ওপরে নির্ভর করে, কে গদিতে বসবেন না বসবেন। কিন্তু রেকর্ড ভেঙে দিলেন তিনি। নির্বাচনের ইতিহাসের পাতায় নাম উঠলো ডেমোক্রেটিক পদপ্রার্থী জো বাইডেনের। এখনও চলছে ভোট গণনা।

স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত বাইডেন পেয়েছেন ৭ কোটি ৮ লাখ ৬ হাজার ২৪৫ ভোট। আর ২০০৮ সালে বারাক ওবামা পেয়েছিলেন ৬ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৫১৬ ভোট।

আর এখন পর্যন্ত জো বাইডেন পেয়েছেন ১৪৩ ইলেকটোরাল ভোট। আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪ ইলেকটোরাল ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *