যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেসক্লাব ও ন্যাশনাল প্রেসক্লাব জার্নালিজম ইনস্টিটিউট সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে। একই সঙ্গে তাঁকে মুক্তি দিতে তারা আহ্বান জানিয়েছে।
স্থানীয় সময় গতকাল বুধবার এই আহ্বান জানিয়ে বিবৃতি দেওয়া হয়। এতে বাংলাদেশের সম্পাদক পরিষদের দেওয়া বিবৃতির উদ্ধৃতি উল্লেখ করা হয়। যে বিবৃতিতে এই ঘটনাকে বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসের ‘কালো অধ্যায়’ হিসেবে অভিহিত করা হয়। একই সঙ্গে ওই বিবৃতিতে এই ঘটনাকে বাংলাদেশের সংবাদমাধ্যমের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করা হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় রোজিনার জামিন আবেদনের ওপর শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য রয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চ্যুয়ালি এই শুনানি হওয়ার কথা। রোজিনা বর্তমানে কারাগারে রয়েছেন।