১। ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রঃ বাংলাদেশের সব পেশার নাগরিক এই সঞ্চয়পত্র কিনতে পারেন। এমনকি নাবালকের পক্ষেও কেনা সম্ভব এই সঞ্চয়পত্র।
২। ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রঃ একজন প্রাপ্তবয়স্ক নাগরিক এবং যুগ্ম নামে দুজন প্রাপ্তবয়স্ক নাগরিক
এই সঞ্চয়পত্র কিনতে পারেন। আবার একজন প্রাপ্তবয়স্ক নাগরিক আরেকজন অপ্রাপ্তবয়স্কের পক্ষে কিনতে
পারেন এই সঞ্চয়পত্র। দুজন অপ্রাপ্তবয়স্কের পক্ষেও কেনার সুযোগ রয়েছে।
৩। পরিবার সঞ্চয়পত্রঃ এ সঞ্চয়পত্রে টাকা বিনিয়োগ করতে পারেন ১৮ বছর ও তার চেয়ে বেশি বয়সী বাংলাদেশি যেকোনো নারী, বাংলাদেশি শারীরিক প্রতিবন্ধী যেকোনো পুরুষ ও নারী এবং ৬৫ বছর বা তার চেয়ে বেশি
বয়সী বাংলাদেশি পুরুষ ও নারী।
৪। পেনশনার সঞ্চয়পত্রঃ এই সঞ্চয়পত্র কিনতে পারেন অবসরপ্রাপ্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী-স্ত্রী-সন্তানেরা।
৫। ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডঃ বিদেশে কর্মরত বাংলাদেশি কোনো ওয়েজ আর্নার নিজ নামে বা আবেদনপত্রে উল্লিখিত তাঁর মনোনীত ব্যক্তির নামে অথবা প্রেরিত বৈদেশিক সুবিধাভোগী ব্যক্তির নামে এই বন্ড
কিনতে পারেন।
