আজ Channel K আলোচিত উদ্যেক্তা সম্মেলন রাত ৮টায়। অনুষ্ঠানটি এমন এক সময়ে করা হচ্ছে যখন কুটির,ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের নারী উদ্যোক্তাদের ১০ জনের ৯ জন কোভিড-১৯ মহামারিতে অর্থনৈতিক চ্যালেঞ্জের শিকার হয়েছেন। অপরদিকে অনানুষ্ঠানিক খাতে ১০ জনের মধ্যে ৮ জন নারী কর্মী এ ক্ষতির শিকার হয়েছেন। ফেব্রুয়ারি থেকে জুন মাসের মধ্যে আয় কমেছে ৬৭ শতাংশ উদ্যোক্তার এবং ৬৬ শতাংশ কর্মীর। সরকারঘোষিত প্রণোদনা পেতে ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে ধারণা নেই ৫৭ শতাংশ উদ্যোক্তা ও কর্মীর।

ইউসেপ বাংলাদেশের চেয়ারপারসন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের অলাভজনক প্রতিষ্ঠান মাইডাসের সাবেক চেয়ারপারসন পারভিন মাহমুদ বলেন, ব্যবসার জন্য পুঁজির পাশাপাশি আনুষঙ্গিক অনেক বিষয় জড়িত। কোভিডে যে অভিজ্ঞতা হয়েছে, তা কাজে লাগিয়ে আগামী দিনে এগোতে হবে। জরিপে বলা হয়, উদ্যোক্তাদের মধ্যে অর্ধেকের বিনিয়োগের উৎস হচ্ছে বেসরকারি সংস্থা
(এনজিও)

ব্র্যাকের জরিপে বলা হয়েছে, নারী উদ্যোক্তাদের জন্য এক হাজার কোটি টাকার প্রণোদনা বরাদ্দ হয়েছে। তবে নারী-পুরুষ দুই ক্ষেত্রেই এখন পর্যন্ত মাত্র ১০ শতাংশ ছাড় হয়েছে। কোভিড-১৯–এ সামাজিক নিরাপত্তা জালের আওতায় নেই অর্ধেকের বেশি কর্মী। ৫৭ শতাংশ কোনো সহায়তা পাননি।

অনুষ্ঠানে ৩জন সাংসদ, উদ্যেক্তা, শিল্পপতি, গণমাধ্যম ব্যক্তি, শিক্ষাবিদ ও অর্থনীতিবিদরা উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *