গতকাল শুক্রবার সন্ধ্যা ছয়টার পর রাজধানীর আজগর আলী হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া
ইন্না ইলাইহি রাজিউন)। আহমদ শফীর বয়স হয়েছিল তাঁর জানাজা আজ শনিবার বেলা দুইটায় চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। মাদ্রাসার ভেতর উত্তর মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে বলে জানান তাঁর ছেলে আনাস মাদানী।
আহমদ শফি দীর্ঘদিন ধরে ডায়েবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। প্রায়ই তাঁকে হাসপাতালে চিকিৎসা নিতে হতো। সর্বশেষ তিনি অসুস্থ হয়ে পড়েন গত বৃহস্পতিবার দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায়। তখন মাদ্রাসায় ছাত্র বিক্ষোভ চলছিল। ওই রাতে মাদ্রাসার পরিচালনা কমিটির (শুরা) সভায় মহাপরিচালকদের পদ থেকে তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তাঁর ছেলে আনাস মাদানীকে মাদ্রাসার শিক্ষা পরিচালকদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। ছাত্র বিক্ষোভ শুরুর পরদিন সরকার মাদ্রাসাটি বন্ধ ঘোষণা করে।